৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের কারণে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার চিটাগাং রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

তিনি বলেন, ভোক্তা অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ের সময় চিটাগাং রোড এলাকার আদি ভান্ডারি হোটেল রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, মা অপটিক্স মেডিসিন কর্ণারকে পাঁচ হাজার টাকা এবং দ্যা ঢাকা মেডিসিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির কারণে এ জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জেলা ক্যাব এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।