অবৈধ ২ কয়েল কারখানা সিলগালাসহ জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি অবৈধ কয়েল কারখানা সিলগালা করে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজ সরকারের নেতৃত্বে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কারখানা দুটি হলো, সানমুন জাম্বো কয়েল ও নিউ সোলার বুস্টার।

বিএসটিআই’র সহকারী পরিচালক জিসান আহমেদ তালুকদার বলেন, সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা মৈকুলী এলাকায় সানমুন কয়েল কারখানা ও নিউ সোলার কয়েল কারখানায় অভিযান পরিচালনা করি। সে সময় সানমুন কয়েল কারখানাটি বিএসটিআই’র অনুমোদন না নিয়ে উৎপাদন কাজ করছিল। এ কারণে কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে সিলগালা করে দেওয়া হয়।

এদিকে, নিউ সোলার কয়েল কারখানাটি নিউ সোলার ও ত্রিপল সেভেন নামে দুটি ব্র্যান্ডের কয়েল অবৈধ ভাবে উৎপাদন করে আসছিল। এ কারণে কয়েল কারখানাটিকে দেড় লাখ টাকা জরিমানা করে সিলগালা করে দেওয়া হয়। অবৈধ কারখানার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।