আড়াইহাজারে জরিমানাসহ ভেজাল পণ্যের কারখানা বন্ধ

ভোক্তাকণ্ঠ ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নোংরা পরিবেশে ভেজাল আচার, টমেটো সস, জেলি, মিক্স ফুড জ্যাম তৈরি করায় একটি কারখানার মালিককে জরিমানা করে সেটি বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী এলাকার ওই কারখানায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, দীর্ঘ তিন বছর ধরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমতি ছাড়া গোল্ডেন ফুড প্রসেস ‘পদ্মা’ নামে ভেজাল আচার, টমেটো সস, জেলি, মিক্স ফুড জ্যাম ও ভিনেগার তৈরি করে আসছিল। নোংরা পরিবেশে বিভিন্ন ভেজাল রং ও কেমিকেল মিশিয়ে এসব পণ্য উৎপাদন করতো তারা।

স্থানীয়দের দেওয়া তথ্য পেয়ে মঙ্গলবার দুপুরে ওই কারখানায় অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়। এ সময় অবৈধ কারখানাটি বন্ধ করে ভেজাল পণ্যগুলো স্থানীয়দের সামনে ধ্বংস করা হয়। কারখানার মালিক মাহবুবুর রহমান অপুকে ৫০ হাজার টাকা জরিমানাসহ মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি কারখানাটি বন্ধ করে দেয়া হয়।