না.গঞ্জে ৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: নারায়ণগঞ্জে তিনটি পৃথক অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দিনব্যাপী সিদ্ধিরগঞ্জ এলাকার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাশিদ বিন এনাম, র‍্যাব-১১ ও ঔষধ প্রশাসন।

এ সময় মিজমিজি পাইনাদি এলাকায় নকল স্যালাইন উৎপাদনকারী গ্রিন কনজুমারস কারখানাকে দুই লাখ টাকা, সানারপাড় এলাকায় এনকো ল্যাবরেটরিজ নামে একটি আয়ুর্বেদিক ওষুধ কারখানায় অবৈধ ওষুধ উৎপাদনের অপরাধে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া কাঁচপুর এলাকায় মূল্য তালিকা না রাখার অপরাধে দুটি খেজুরের দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।