কর্ণফুলীতে রাত ৮টার পর দোকান খোলা রাখায় জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: সরকারি নির্দেশনা অমান্য করে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় রাত ৮টার পর দোকান খোলা রাখায় নয় ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার পুরাতন ব্রীজঘাট বাজার, সৈন্যারটেক ও মইজ্জারটেক মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযূষ কুমার চৌধুরী।

তিনি বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত ৮টার পর দোকান, শপিংমলসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বেশ কিছু দিন ধরে প্রচারণা চালানো হয়েছে। তারপরও ব্যবসায়ীরা দোকান বন্ধ না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শো-রুমসহ কাপড়ের দোকান মালিককে জরিমানা করা হয়। সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে প্রশাসন অভিযান অব্যাহত রাখবে।

এ সময় কর্ণফুলী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।