নিত্যপণ্যের অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ডিমসহ অন্যান্য নিত্যপণ্যের অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর উত্তরার গরিবে নেওয়াজ রোডে (জমজম টাওয়ারের সামনে) এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ক্যাবের সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া , ক্যাব উত্তরা শাখা কমিটির সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, হিউম্যান রাইট রিভিউ সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার মীর রেজাউল করিম, উত্তরা শাখা কমিটির প্রধান উপদেষ্টা সানোয়ার হোসেন, উত্তরা প্রবীণ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ডা: আবদুস সামাদ, প্রভাতী কল্যাণ সংস্থার সভাপতি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা শওকত আলী খাঁন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা খলিলুর রহমান, বিশিষ্ট ব্যাংকার রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ সাকিনা জাহানারা, ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সভাপিত বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, বিশিষ্ট সমাজসেবক আবদুল কাদের, সাবেক সরকারি কর্মকর্তা ও সমাজসেবক শাহজাহন মুন্সী, ক্যাব উত্তরা শাখা কমিটির সভাপতি শাহিনা রহমান পপি।

মানববন্ধনে বক্তারা বলেন, বাজারে প্রায় সব পণ্যের দাম বেশি। ডিম নিয়ে সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছে। পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। ওষুধের দাম বেশি। এছাড়াও সব পণ্যের দাম সিন্ডিকেট করে ব্যবসায়ীরা বাড়িয়ে দিচ্ছে। বাজার পরিস্থিতি কিছু অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে জিম্মি।

আমরা সরকারকে অনুরোধ করবো সরকার যেন ভোক্তাবান্ধব হয়। আমরা ভোক্তারা ন্যায্যমূল্যে সঠিক ওজনে পণ্য পেতে চাই। আর যেসব অসাধু ব্যবসায়ী আছেন, যারা কারসাজি করে, মুনাফাখোর, মজুতদার, বাজারে পণ্যের সংকট তৈরি করে দাম বৃদ্ধি করে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। যেসব ব্যবসায়ী এ ধরনের অনৈতিক কাজে লিপ্ত তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবে ক্যাবের পক্ষ থেকে এই দাবি জানানো হচ্ছে।

এছাড়া, বাংলাদেশের সকল হাসপাতালে ডেঙ্গু রোগীদের পরীক্ষা ফ্রি করে দেওয়ার জন্য মানববন্ধন থেকে সরকারের কাছে দাবি জানানো হয়।

ক্যাবের সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া বলেন, সরকার যদি এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে প্রয়োজনবোধে আমরা ক্যাবের পক্ষ থেকে জনগণকে সঙ্গে নিয়ে সেসব ব্যবসায়ীদের ব্যবসাপ্রতিষ্ঠান এবং বাড়ি ঘেরাও করবো। তারা ব্যবসা করবে আর সুখে থাকবে আর আমরা ভোক্তাদের নাভিঃশ্বাস উঠবে আর সহ্য করা যায় না। ব্যবসায়ীদের আমরা সাবধান করতে চাই। এগুলো বাদ দিয়ে সঠিক ভাবে ব্যবসা করুন। অন্যায় ভাবে, অসৎ ভাবে ব্যবসা করে বলবেন আপনারা রাজা, এই রাজাগিরি চলবে না। এই দেশ আমরা যুদ্ধ করে অর্জন করেছি, আর আপনারা লুটপাট করবেন এটা মেনে নেওয়া যায় না।

Related posts:

চট্টগ্রামে ক্যাবের বাজারভিত্তিক প্রচারণা শুরু
ক্যাবের কার্যক্রম সবার মাঝে ছড়িয়ে দিতে হবে: জামিল চৌধুরী
চিকিৎসকদের প্রাইভেট চেম্বার-অপারেশন বন্ধের ঘোষণায় ক্যাবের উদ্বেগ
‘ভোক্তা অধিকার বিভাগ’ চায় ক্যাব
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ক্যাবের ক্যাম্পেইন
বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান ) আইনটি বাতিলের দাবি বিশিষ্টজনদের
ক্যাব কেন্দ্রীয় কমিটির সাথে ঠাকুরগাঁও জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
সেহেরি-ইফতার সামগ্রী নয়, গরিবদের টাকা দিন: ক্যাব-সহসভাপতি
আলু-পেয়াঁজ-ডিমের মূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযানকে ক্যাবের সাধুবাদ
জ্বালানির মূল্য নির্ধারণে প্রশাসনিক প্রতিকার না হলে উচ্চ আদালতে যাবে ক্যাব

Leave a Comment