অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে জরিমানা

ভোক্তাকন্ঠ ডেস্ক: রাউজানে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ভেজাল খাদ্যপণ্য ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ।

জানা গেছে, রাউজান পৌরসভার নন্দীপাড়ার নুরজাহান বেকারি ও মুন্সিরঘাটা নুরজাহান সুপারশপে খাদ্যপণ্যে ভেজাল মেশানো, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন খাদ্যপণ্য রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জানালীহাটের ঢাকা ব্রেড বেকারি থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বলেন, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইনে দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।