অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি, ৩ দোকানিকে জরিমানা

ভোক্তাকন্ঠ ডেস্ক: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও পণ্যের মুল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযানে তিন দোকানিকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে ভুরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কুড়িগ্রাম জেলা ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের
নেতৃত্বে ভুরুঙ্গামারীতে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় ভুরুঙ্গামারীর জয়মনিরহাট বাজার এলাকার ভাই ভাই ফুড প্রোডাক্টকে ২০ হাজার টাকা, পণ্য বিক্রির মুল্য তালিকা প্রদর্শন না করায় ভুরুঙ্গামারী বাজারের দুধকুমর ট্রেডার্সকে ১ হাজার ও একই অভিযোগে দুই ভাই স্টোরকে ১ হাজার টাকাসহ তিন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়।

এ সময় নাগেশ্বরী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক ও ভুরুঙ্গামারী থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন।

ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ভোক্তা অধিকারের পক্ষ থেকে ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।