ইটের সাইজ কম, ১ লাখ টাকা জরিমানা

ইটের সাইজ কম থাকায় দুই ভাটা মালিককে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার ঢোলভাংগাতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চালানো অভিযানে এই জরিমানা করা হয়।

শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রংপুর বিভাগীয় বিএসটিআই অফিসের উপপরিচালক (পদার্থ) প্রকৌশলী মো. আব্দুর রশিদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাদ্যদ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণের লক্ষ্যে বিএসটিআই’র নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গাইবান্ধার বিভিন্ন এলাকায় স্থানীয় প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ড (বিডিএস-২০৮) অনুযায়ী ক্লে-ব্রিকসের (ইট) পরিমাপ/সাইজ সঠিক না থাকার অপরাধে পলাশবাড়ী উপজেলার ঢোলভাংগা এলাকার মেসার্স টিপিএল ব্রিকসকে ৮০ হাজার টাকা এবং মেসার্স জনতা ব্রিকসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন ও এস এম ফয়েজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা দেলোয়ার হোসেন। আগামীতে রংপুর বিভাগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

Related posts:

দেশে আয় বৈষম্য বাড়ছে, নিয়ন্ত্রণ প্রয়োজনঃ ক্যাব সভাপতি গোলাম রহমান
কৃষি ৬ খাতে ১০ বছরের কর অবকাশ
ভেজাল কসমেটিকস:  ১৪ লাখ টাকা জরিমানা
বেড়েই চলেছে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, থেমে নেই ভোক্তা অধিদপ্তরের অভিযান
ভোক্তা অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের বাজার তদারকি
শরীয়তপুরের নকল জর্দ্দা কারখানায় অভিযান
প্লাস্টিক দূষণ রোধের অঙ্গীকারে পালিত হচ্ছে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস
করোনার মাঝেও মিলবে এনআইডি সেবা
'মিল্কভিটা, আড়ং, ফার্ম ফ্রেশ, প্রাণ, ইগলু, ইগলু চকোলেট ও ইগলু ম্যাংগো', অ্যান্টিবায়োটিকে ভরপুর!
বৈশ্বিক করোনা পরিস্থিতিতে বিশেষ তদারকিমূলক অভিযান, ১৫২ প্রতিষ্ঠানকে জরিমানা