দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্কঃ ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে দুটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। বুধবার মিরপুর এলাকায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স প্রিন্স সুইটস অ্যান্ড বেকারি নামের প্রতিষ্ঠানটির অনুকূলে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকায় মেসার্স ফাইভ স্টার করপোরেশন নামের রডের দোকানে ব্যবহৃত ওজনযন্ত্রের বাৎসরিক ভেরিফিকেশন সনদ না থাকায় এবং প্রতি ১০০ কেজি রড পরিমাপে ৮০০ গ্রাম কম থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই।

ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে পরিদর্শক মো. রফিক আজাদ অংশগ্রহণ করেন।