বাড্ডায় বিএসটিআই’র অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাজধানীর বাড্ডা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।

বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স ইশরাত অ্যাগ্রো ফার্মের দই, মরিচের গুঁড়া ও দুগ্ধজাত পণ্যের মোড়কে নিবন্ধন সনদ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকায় ‘মেসার্স ব্রাইট ফার্নিশিং’ পর্দার দোকানে মিটার স্কেলের বাৎসরিক ভেরিফিকেশন সনদ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই।

ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে পরিদর্শক মো. ইনজামামুল হক অংশ নেন।