ভেজালবিরোধী অভিযানে জরিমানা ৫০ হাজার টাকা

ভোক্তাকন্ঠ ডেস্ক:  শনিবার (১১ ডিসেম্বর) মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে র‍্যাব-৯ ফোর্সের সহযোগিতায় ভেজালবিরোধী অভিযান পরিচালিত হয়।

শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল বাসস্ট্যান্ড, মৌলভীবাজার রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, হোটেল-রেষ্টুরেন্ট, ফার্মেসিসহ অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত সচেতনতামূলক অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, পোড়া তেল ব্যবহার করা, একই ফ্রিজে রান্না করা ও কাঁচা খাদ্য পণ্য সংগ্রহ করা, রান্নাঘর স্যাঁতস্যাঁতে থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে হবিগঞ্জ রোডে অবস্থিত পাঁচ ভাই রেষ্টুরেন্টকে ১০ হাজার টাকা, গৌরাচাঁদ মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার টাকা, শ্রীমঙ্গল বাসস্ট্যান্ডে অবস্থিত নিউ বাসুদেব মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, শনিবারের অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্যমূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।