ভোক্তা অধিকারের বাজার তদারকিতে ৭৮ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তাকন্ঠ ডেস্ক: রাজধানীর খিলগাঁওসহ দেশব্যাপী মোট ৩৪টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা-স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ৭৮ প্রতিষ্ঠানকে চার লাখ ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর  ।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ক্যাব) সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা অধিদপ্তর পরিচালিত এসব বাজার অভিযানে সহযোগিতা করে।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৩০ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ২৮ জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।