জাতিসংঘ স্বীকৃত ক্রেতা-ভোক্তাদের ৮টি অধিকার ও ৫টি দায়িত্ব

।। ডেস্ক রিপোর্ট।।
জাতিসংঘ স্বীকৃত ক্রেতা-ভোক্তাদের ৮টি অধিকার
১. অন্ন, বস্ত্র, শিক্ষা চিকিৎসা ও বাসস্থানের মৌলিক চাহিদা পূরণের অধিকার
২. নিরাপদ পণ্য ও সেবা পাওয়ার অধিকার
৩. পণ্যের উপাদান, ব্যবহারবিধি, পার্শ্ব-প্রতিক্রিয়া ইত্যাদি তথ্য জানার অধিকার
৪. যাচাই-বাছাই করে ন্যায্য মূল্যে সঠিক পণ্য ও সেবা পাওয়ার অধিকার
৫. অভিযোগ করার ও প্রতিনিধিত্বের অধিকার
৬. কারো পণ্য বা সেবা ব্যবহারে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ পাওয়ার অধিকার
৭. ক্রেতা-ভোক্তা হিসেবে অধিকার ও দায়িত্ব সম্পর্কে শিক্ষালাভের অধিকার
৮. স্বাস্থ্যকর পরিবেশে কাজ ও বসবাস করার অধিকার

ক্রেতা-ভোক্তাদের ৫টি দায়িত্ব
১. পণ্য বা সেবার মান ও গুণাগুণ সম্পর্কে সচেতন ও জিজ্ঞাসু হোন
২. দরদাম করে সঠিক পণ্য বাছাই করুন
৩. আপনার আচরণে অন্য ক্রেতা যাতে ক্ষতিগ্রস্ত না হন সে ব্যাপারে সচেতন থাকুন
৪. পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতন ও সক্রিয় হোন
৫. ক্রেতা-ভোক্তা হিসেবে অধিকার সংরক্ষণে সোচ্চার ও সংগঠিত হোন