শ্যামলীর অনুরাগ রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা

ভোক্তাকন্ঠ ডেস্ক:  নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং লাইসেন্স না থাকায় অনুরাগ রেস্টুরেন্টকে জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

রোববার (২৮ নভেম্বর) রাজধানীর শ্যামলীতে অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান অভিযানে নেতৃত্ব দেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, অভিযানকালে প্রয়োজনীয় তথ্যবিহীন কিছু পণ্যের লেভেলিং করতে দেখা যায়, এছাড়া কর্মচারীদের স্বাস্থ্য সনদ নেই, প্রেমিসেস লাইসেন্স নেই, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ। এসব অপরাধে অনুরাগ রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী তিন লাখ টাকা জরিমানা করা হয়। এসময় রেস্টুরেন্টটির ম্যানেজার অপরাধ স্বীকার করে জরিমানা পরিশোধ করেন।।

অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান, বিএফএসএ’র অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি টিম উপস্থিত ছিল।

Related posts:

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সোমবার ২টা পর্যন্ত হরতাল পালন করবে বাম জোট
ঝিনাইদহে মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার, জরিমানা আদায়
ঢাকাসহ সারাদেশে ভোক্তা অধিদপ্তরের বাজার অভিযান
রাজধানীর পাইকারি আড়তে তদারকিমূলক অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রজেক্ট হিলসায় খাওয়ানো হচ্ছে অনুমোদনহীন খাবার
সেবা নিতে এসে যেন হয়রানি শিকার না হয়, ডিসিদের উদ্দেশে প্রধানমন্ত্রী
বাজার তদারকিঃ ১০৯ প্রতিষ্ঠানকে ৭.৫৬ লক্ষ টাকা জরিমানা
ভোক্তা অভিযোগঃ অর্ডারকৃত পার্সেল হারিয়ে ফেলা এখন স্বাভাবিক ব্যাপার
ড্রাইভিং লাইসেন্স যেন সোনার হরিণ, ফিরতে হচ্ছে নতুন তারিখ নিয়ে
ভোক্তারা ব্যাংক ঋণ পাবেন মোবাইল-ল্যাপটপ কেনায়