ঝিনাইদহে মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার, জরিমানা আদায়

ঝিনাইদহ, ১০ জুন বুধবারঃ মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ প্রসঙ্গে উচ্চ আদালতের দেয়া নির্দেশনা বাস্তবায়নে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয় হতে শৈলকুপা উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে গতকাল ৯ জুন মঙ্গলবার এক তদারকি অভিযান পরিচালিত হয়। অভিযানে পোদ্দার ড্রাগ হাউজ ও ব্রাদার্স ফার্মেসিতে মেয়াদোউত্তীর্ণ ঔষধ অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে নতুন প্যাকেটের ভেতর নতুন ঔষধের সাথে সংরক্ষণ ও বিক্রয় করা হচ্ছে বলে প্রমাণ মেলে। মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে পোদ্দার ড্রাগ হাউজকে ১০ হাজার এবং ব্রাদার্স ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন শৈলকুপা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ওয়াহিদুজ্জামান মিয়া ও শৈলকুপা থানা পুলিশ দল।