মেয়াদোত্তীর্ণ দই বিক্রি, অভিযোগকারীকে ৭৫০০ টাকা প্রদান

ঢাকা, ১১ জুলাই বৃহস্পতিবারঃ সম্প্রতি রাজারবাগ পুলিশ লাইনের যুগ্ম পুলিশ কমিশনার (পরিবহন) আব্দুল কুদ্দুস আমিনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের জন্য সালাম ডেইরি থেকে দই ক্রয় করা হয়েছিল। অনুষ্ঠানে সরবরাহকৃত দই নষ্ট ও দুর্গন্ধযুক্ত হওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে তাঁরা এক অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে উক্ত প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে দইয়ের মোড়কে কোন উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় এবং নষ্ট প্রমাণিত হওয়ায় সালাম ডেইরি কে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং অভিযোগকারীকে ২৫% হিসেবে ৭৫০০/- টাকা প্রদান করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে, ভোক্তা অধিকার ক্ষুন্ন হবার ফলে ভোক্তার দায়েরকৃত অভিযোগ প্রমাণিত হলে বিবাদীর জরিমানার ২৫ শতাংস অভিযোগকারী পেয়ে থাকেন/

উল্লেখ্য, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকিতে বাংলাদেশ পুলিশ বাহিনী, র‍্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ আনসার বাহিনী সার্বিক সহায়তা প্রদান করে থাকেন।