অননুমোদিত প্রসাধনী বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম নগরে অননুমোদিত ও অবৈধভাবে আমদানি করা প্রসাধনী বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মিনা বাজার নামে একটি সুপার শপে কোনো ধরনের সতর্কীকরণ বিজ্ঞপ্তি ছাড়া উন্মুক্ত স্থানে সিগারেট প্রদর্শন ও বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৮ ডিসেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন জানায়, বুধবার অবৈধ ও নকল প্রসাধনী বিরুদ্ধে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। এতে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কর্মকর্তারা অংশ নেন। এ সময় খুলশী মার্ট নামে একটি সুপার শপে ৭০ হাজার এবং কামাল স্টোর নামে আরেকটি দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, বুধবারের অভিযানে বিভিন্ন আইনে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।