জরিমানা পরিশোধে খুলে দেয়া হলো নুরজাহান ফুডস

মোঃ আহসান উল হক তুহিন: রংপুরে সিলগালা করে দেয়া নুরজাহান ফুডসের মালিকের আত্মপক্ষ সমর্থন করে ভুল স্বীকার করায় জরিমানা পরিশোধ করলে প্রতিষ্ঠানটি খুলে দেয়ার নির্দেশ দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. আজহারুল ইসলাম।

তিন দিন পূর্বে সিলগালা করে দেয়া প্রতিষ্ঠানটির মালিক রোববার দুপুরে ভোক্তা-অধিকার আইনের ৪২ ও ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা পরিশোধ করেন। পরবর্তীতে একই অপরাধের পুনরাবৃত্তি ঘটাবেন না বলে স্বীকার করেন।

বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালকের নির্দেশে ওই দপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন, গবেষণাগার সহকারী মো. জাকারিয়া হোসেন ওই এলাকার চেয়ারম্যান, মেম্বার ও গ্ৰাম পুলিশের উপস্থিতিতে সিলগালা খুলে দেন।

এদিকে, একই দিনে মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার আওতাধীন মাহিগঞ্জ বাজারে অবস্থিত মা হোটেল এবং সাতমাথায় অবস্থিত অহনা হোটেলে অভিযান পরিচালনাকালে বিভিন্ন অপরাধে মোট সাত হাজার টাকা জরিমানা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন।

এ সময় তাকে সহায়তা করেন ক্যাব রংপুরের জেলা সেক্রেটারি মো. আহসান উল হক তুহিন এবং মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানা।