স্বস্তি ফিরেছে কাঁচা মরিচে    

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের হিলি বন্দরে কমেছে দেশি কাঁচা মরিচের দাম। পাঁচ দিনের ব্যবধানে ফের কমেছে মরিচের পাইকারি দর। কেজিতে প্রায় ১৫ টাকা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পাঁচ দিন আগে প্রতি কেজি কাঁচা মরিচ ৫০ টাকা দরে বিক্রি হলেও, এখন তা কমে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। একইভাবে খুচরা পর্যায়ে ৬০ টাকা বিক্রি হলেও বর্তমানে, ৪৫ টাকা করে বিক্রি হচ্ছে। মরিচের দাম কমায় স্বস্তি এসেছে নিম্নআয়ের মানুষের মধ্যেও।

হিলির বাজারে আসা ক্রেতা মেহেদুল ইসলাম বলেন, বাজারে সব জিনিসের দাম ঊর্ধ্বমুখী। তবে গত কয়েকদিনে মরিচের দাম কমেছে। যে কাঁচা মরিচ কয়েকদিন আগেও ১০০ থেকে ১২০ টাকায় কিনতে হয়েছে, এখন তা ৪৫ টাকায় কেনা যাচ্ছে। দাম বাড়ার কারণে আমাদের যেমন কিনতে সমস্যা হচ্ছিলো, তেমনি মরিচ কেনার পরিমাণও কমিয়ে দিয়েছিলাম।

হিলির বাজারে কাঁচা পণ্যের বিক্রেতা বিপ্লব হোসেন বলেন, অতিরিক্ত গরম ও বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। এ কারণে সরবরাহ কমে যাওয়ায় কিছুদিন দাম বেশি ছিল। তবে বাজারে এখন দেশি কাঁচা মরিচের সরবরাহ বাড়ায় দাম কমতির দিকে রয়েছে। ইতোমধ্যে বগুড়া-নওগাঁসহ বিভিন্ন অঞ্চলে মরিচের ব্যাপক উৎপাদনের কারণে সরবরাহ আগের তুলনায় অনেক বেশি। এ কারণে দাম কমে এসেছে।

হিলি স্থলবন্দরের মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করা হচ্ছিলো। তবে এখন দেশীয় উৎপাদন ও সরবরাহ বাড়ায় সমস্যা অনেকটাই কেটে গেছে।