নকল আইসক্রিম কারখানার মালিক জেলহাজতে

ভোক্তাকণ্ঠ ডেস্ক: বাগেরহাটের মোরেলগঞ্জে লিটন সুপার আইসক্রিম কারখানায় বিভিন্ন ব্র্যান্ডের নকল আইসক্রিম তৈরি ও রাখার দায়ে মালিক ও দোকানীকে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রুবাইয়া বিনতে কাশেম এ আদেশ দেন।

মালিক লিটন শিকারীকে (৩০) নয় মাসের কারাদণ্ড ও দোকানীকে হাসিব হাওলাদারকে (২৫) ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, লিটন শিকারী দীর্ঘদিন ধরে তার আইসক্রিম কারখানায় বিভিন্ন ব্র্যান্ডের নকল আইসক্রিম তৈরি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই লিটন সুপার আইসক্রিম কারখানায় মালিক লিটন শিকারীকে নয় মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়। আর দোকানীকে হাসিব হাওলাদারকে (২৫) ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।