নেত্রকোনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

ভজন দাস, নেত্রকোনা: ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই স্লোগানে নেত্রকোনায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে র‍্যালি, পথনাটক ও আলোচনা সভা হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে শহরের পুরাতন কালেক্টরেট প্রাঙ্গন থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় র‍্যালিতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নাজনীন সুলতানাসহ সরকারী বেসরকারী বিভিন্ন সংগঠনের নারীরা।

এছাড়া বিভিন্ন নারী সংগঠন কয়েকটি স্থানে পথনাটক ও সংগীত পরিবেশন করেন । পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।