পর্যটকদের কাছে বেশি দামে পণ্য বিক্রি: জরিমানা ৪৫ হাজার

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: পর্যটকদের কাছে বেশি দামে পণ্য বিক্রি করায় কুয়াকাটায় ৩টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

এ সময় অভিযানের নেতৃত্ব দেন পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম।

অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যায়, মূল্য তালিকায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করা হচ্ছে। নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছে। আচারের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রস্তাব করা হচ্ছে।

মূলতঃ পদ্মা সেতু উদ্বোধনের পরে কুয়াকাটায় এবছর পর্যটকদের উপচে পড়া ভিড়ের সুযোগে অসাধু ব্যাবসায়ীরা এসব করছে বলে জানা যায়।

এ ছাড়াও ট্যুরিস্ট স্পটে বেশকিছু অফার-দাতাদের দেখা যায়। যারা বিভিন্ন অফার দিয়ে পর্যটকদের হয়রানি করছে। এদেরকে কঠোরভাবে সতর্ক করা হয়।

অধিদপ্তরের পক্ষ থেকে অন্যান্য পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়।