ব‌রিশালে ৫০ বস্তা নকল ডিটারজেন্ট জব্দ

ভোক্তাকণ্ঠ ডেস্ক: ব‌রিশালে ৫০ বস্তা নকল ডিটার‌জেন্ট জব্দ ক‌রে‌ ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপু‌রে বরিশাল নগরের ক‌বি জীবনানন্দ দাশ সড়‌কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান প‌রিচালনা করা হয়।

এই পণ্য ঢাকার নবাবগঞ্জের নাম সর্বস্ব কারখানা থেকে বরিশালে ব্যবসার উদ্দেশে নিয়ে আসে এক ক্ষুদ্র ব্যবসায়ী।

ব্যবসায়ী জানান, তি‌নি জা‌নেন না এই পণ্যগু‌লো নকল কি না।

ভোক্তা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, বাজারে রিন নামে ওয়াশিং পাউডার রয়েছে। ঠিক তাদের প্যাকেটের আদলে রিম নামে ডিটারজেন্টের এ প্যাকেটগুলো। আইন অনুযায়ী এগুলো অবৈধ। তবে এর উৎপাদন স্থলের সন্ধান না পাওয়া যাওয়ায় আমরা সেখানে যেতে পারিনি। তবে যে এনেছে তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযানে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানা পুলিশ ও ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সহযোগীতা করেন।