বিএসটিআই’র অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: খাদ্যদ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণের লক্ষ্যে ১৬ মে (মঙ্গলবার) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে নীলফামারী সদরে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে ওজন ও পরিমাপে কারচুপি করায় এবং বাৎসরিক ভেরিফিকেশন না থাকায় মেসার্স হক ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযোগে মেসার্স দেওয়ান ফিলিং স্টেশনকে ১০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, জ্বালানী তেলের মান যাচাইয়ের লক্ষ্যে মেসার্স ভাই ভাই ফিলিং স্টেশন, বাইপাস রোড, নীলফামারী এবং মেসার্স হক ফিলিং স্টেশন, ডোমার রোড, পলাশবাড়ী, নীলফামারী এর পেট্রোল, অকটেন ও ডিজেলের নমুনা পরীক্ষণের জন্য পাঠানো হয়।

বিএসটিআই’র অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ। 

সে সময় উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুরের পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও পরিদর্শক (মেট্রোলজি উইং) মো. হাফিজুর রহমান।

জনস্বার্থে বিএসটিআই’র এ ধরনের অভিযান নিয়মিত ভাবে অব্যাহত থাকবে।