মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ১৩ ফেব্রুয়ারি (সোমবার) ভোক্তা অধিদপ্তরের নিয়মিত অভিযানে রাজবাড়ী জেলার সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকি কার্যক্রম পরিচালনাকালে সদর উপজেলার বড় বাজার ও স্টেশন রোড বাজার এলাকায় বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর যথাক্রমে ৩৮ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে তিন প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যসরকার নির্ধারিত বিধির অধীন যথা নিয়মে ক্রয়-বিক্রয় করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।

ভোক্তা অধিদপ্তর রাজবাড়ী কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।