রমজানকে সামনে রেখে খাতুনগঞ্জে অভিযান

ভোক্তাকণ্ঠ ডেস্ক: রমজানকে সামনে রেখে দেশের বৃহত্তম ভোজ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

সোমবার (২০ মার্চ) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা ও মো. মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন জানায়, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযানে নামে জেলা প্রশাসন। এ সময় রশিদ ছাড়া পণ্য বিক্রির দায়ে আরএম ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। খেজুর, ছোলা ও চিনিসহ বিভিন্ন পণ্যের তালিকা সংরক্ষণ না করায় তিনটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, বাজার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে বরদাস্ত করা হবে না। প্রাথমিকভাবে জরিমানা করা হলেও ভবিষ্যতে এ ধরনের অপরাধে জেলে পাঠানো হবে।

অভিযানে ক্যাব, কৃষি বিপণন কর্মকর্তা, বিএসটিআই, দোকান মালিক সমিতি ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা সহায়তা করে।