কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়

ভোক্তাকণ্ঠ ডেস্ক:
ঈদ শেষে কর্মস্থলে ফেরা কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিভিন্ন যাত্রীবাহী বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অপরাধে ৯ জনকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল হুসনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আরোপ করেন।

অভিযানে সহায়তা প্রদান করে মানিকগঞ্জ জেলা পুলিশের একটি টিম।

আরইউ