রাসায়নিক দিয়ে পাকানো দেড় টন আম জব্দ

ভোক্তাকণ্ঠ ডেস্ক: সাতক্ষীরার কা‌লিগ‌ঞ্জে রাসায়নিক দিয়ে পাকা‌নো দেড় টন আম জব্দ ক‌রেছে উপজেলা প্রশাসন। রোববার রাত ১০টার দিকে উপজেলার নলতা এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র‍েট আজাহার আলী।

এ সময় নলতা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

তিনি জানান, এলাকাবাসী অপরিপক্ব আম রাসায়নিক দিয়ে পা‌কি‌য়ে ঢাকায় পাঠানো হচ্ছে ম‌র্মে খবর দি‌লে বিষয়‌টি সম্প‌র্কে নিশ্চিত হ‌য়ে প্রশাসন‌কে জানাই। প‌রে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী অ‌ভিযান চা‌লি‌য়ে আমগু‌লো জব্দ ক‌রেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী জানান, অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় রাসায়নিক দিয়ে আম পাকিয়ে তা ঢাকায় পাঠাচ্ছেন। আমগুলো এখ‌নো বাজারজাতের সময় হয়‌নি। রাসায়নিক দিয়ে পাকানো এই আম মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। আমগু‌লো জব্দ ক‌রে রাতে ইউনিয়ন পরিষদ চত্বরে রাখা হ‌য়ে‌ছে। পরবর্তী‌তে আমগুলো ধ্বংস করার উ‌দ্যোগ নেওয়া হবে।