সিরাজগঞ্জে ২ বেকারিকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নোংরা পরিবেশসহ বিভিন্ন অপরাধে দুই বেকারি মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্বে থাকা অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস্ অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নকল লোগো দিয়ে বিস্কুট-কেক তৈরির অভিযোগে রিফা ব্রেড অ্যান্ড বিস্কুট বেকারির মালিককে ২০ হাজার টাকা এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ও নোংরা পরিবেশে দই, ঘি ও মিষ্টি তৈরির অভিযোগে কাঞ্চন দই-মিষ্টি ঘরের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।