দুধ নেই তবুও মিল্ক ব্রেড

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: শুধু দুধের ফ্লেভার আর নকল ইম্প্রুভার দিয়ে তৈরি হচ্ছে প্রাণ অথবা বড় বড় প্রতিষ্ঠানের আদলে সুন্দর মোড়কে মিল্ক ব্রেড।

ঘটনাটি ঘটেছে রংপুর নগরীর হারাগাছ (আরপিএমপি) থানার বেনুঘাট এলাকায় একটি শুকনো খাবার তৈরির কারখানায়। ১০ই আগষ্ট বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ে একটি বাজার মনিটরিং টিম ঐ প্রতিষ্ঠানে মনিটরিং এ গেলে এই চিত্র ধরা পড়ে। এ সময় ঐ টিমের নেতৃত্ব দেন ঐ দপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ আরিফ মিয়া। সাথে ছিলেন ক্যাব-রংপুরের সেক্রেটারি জনাব মোঃ আহসান উল হক তুহিন।

মনিটরিং এ এছাড়াও আরো বেশ কিছু অনিয়ম ধরা পড়ায় ঐ প্রতিষ্ঠানেকে (সামিয়া আকবরিয়া) তাৎক্ষণিক ছয়ু হাজার টাকা জরিমানা করেন জনাব মোঃ আরিফ মিয়া।পরে পরশুরাম (আরপিএমপি) থানার নীলকন্ঠ এলাকার টাইগার মোডে একটি প্রতিষ্ঠানে মনিটরিং চলাকালীন তাৎক্ষণিক ৩ হাজার টাকা জরিমানা করেন তিনি। মনিটরিং শেষে লিফলেট ও প্যামপ্লেট বিলি ও হ্যন্ড মাইকের সাহায্যে উপস্থিত ব্যবসায়ী, জনতা ও ভোক্তা সাধারণকে সচেতন করে বাজার মনিটরিং টিম সচেতন ও ভোক্তা আইন প্রচার করে।