সেই মাসুদের প্রতিষ্ঠানে অভিযান, অনুমোদন ছাড়া প্যাকেটজাতের দায়ে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: লক্ষ্মীপুরে প্রতারণার দায়ে বীজ ব্যবসায়ী মো. মাসুদকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের মাছ বাজার গলিতে অভিযান চালান জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন।

অনুমোদন ছাড়া ‘মাসুদ বীজ ভাণ্ডার’ নামে প্যাকেটজাত করে বিক্রির দায়ে তাকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। মাসুদ অনুমোদন ছাড়া নিজ দোকানের নামে বীজ প্যাকেটজাত করে কৃষকদের সঙ্গে প্রতারণা করছেন। এ জন্য তাকে জরিমানা করা হয়েছে৷

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান ও জেলা কৃষি বিপণন অধিদপ্তরের মার্কেটিং কর্মকর্তা মো. মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

গত শনিবার নিজেকে চাষিদের রোষানল থেকে বাঁচাতে স্থানীয় একটি মিডিয়া হাউজে সংবাদ সম্মেলন করে নিজের বিক্রিত পণ্যের ব্যাপারে সাফাই গেয়ে ব্যবসায়িক ষড়যন্ত্র বলে আখ্যা দেন।