হিলিতে চার হোটেল মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও বিক্রির অভিযোগে চারটি হোটেল মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে হিলি বাজার ও পানামা পোর্টের সামনে খাবারের হোটেলগুলোতে অভিযান পরিচালনা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর এ আলম।

অভিযানে হিলি বাজারের বাবা হোটেলকে দুই হাজার টাকা, রুবেল হোটেলকে তিন হাজার, চার মাথার লিজামনি হোটেলকে ২০ হাজার ও সিপিরোড়ের আল মদিনা হোটেলকে ১০ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও মোহাম্মদ নুর এ আলম বলেন, খাবার হোটেলগুলোতে স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে কি না এসব বিষয়ে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে আল মদিনা ও লিজা মনি নামের দুটি হোটেলসহ চারটি হোটেল মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।