সুপার ৭১ ইলেক্ট্রনিক্স কারখানা সিলগালা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর শ‌্যামপুরে অবস্থিত সুপার ৭১ ইলেক্ট্রনিক্সকে আড়াই লাখ টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটির কারখানা সিলগালা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার ভোক্তা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

রাজধানীর কদমতলী থানাধীন শ‌্যামপুর সুপার ৭১ ইলেক্ট্রনিক্স কারখানা তদারকি করা হয়। তদারকিকালে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে স্ট্যান্ডার্ড, এরিকসন, এশিয়া, সিয়াম স্টার ইত‌্যাদি ব্র্যান্ডের নকল সুইচ, হোল্ডার, সকেট উৎপাদন করা হচ্ছে।

এসব পণ‌্য বিএসটিআই থেকে বাধ‌্যতামূলক ভাবে মান যাচাই করে সনদ গ্রহণ করে উৎপাদন ও বাজারজাতকরণের নির্দেশনা থাকলেও প্রতিষ্ঠানটির বিএসটিআইয়ের কোন অনুমোদন নেই। মানহীন এসব বৈদ‌্যুতিক সামগ্রী ব‌্যবহারে শর্ট সার্কিটসহ অগ্নি দুর্ঘটনার ঝুঁকি থাকে।

প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানাসহ কারখানা সিলগালা করে সাময়িক ভাবে বন্ধ করা হয়। জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।