ঝালকাঠিতে ৪ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: ঝালকাঠিতে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি ও সংরক্ষণের দায়ে চার ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার বিকেলে ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, ঝালকাঠি জেলা শহরের কালিবাড়ি মোড় ও ফায়ার সার্ভিস মোড় এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা-অধিকারের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে চার ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, এ সময় স্থানীয় নাগরিকদের মধ্যে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ এবং হ্যান্ডমাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

এ সময় তাদের সহযোগীতা করে সদর থানা পুলিশের একটি দল।