যেভাবে পুরোনো থেকে নতুন আইফোনে ডাটা ট্রান্সফার করবেন

ভোক্তাকণ্ঠ ডেস্ক: অনেকেই একাধিক মুঠোফোন ব্যবহার করেন। মুঠোফোনে গুরুত্বপূর্ণ অনেক ডাটা, ছবি, ভিডিও থাকে। নতুন ফোন কিনলে সেগুলো নতুন ফোনে নেওয়াও জরুরি হয়ে পড়ে। কিন্তু পুরোনো আইফোন থেকে নতুনটাতে ডাটা ট্রান্সফার করা বেশ ঝামেলার কাজ।

জেনে নিন কীভাবে খুব সহজে নতুন আইফোনে পুরোনোটা থেকে ডাটা ট্রান্সফার করবেন-

প্রথম পদ্ধতি
প্রথমেই নিজের সব ডেটা আইক্লাউড ব্যাকআপে রেখে দিতে হবে। এজন্য প্রথমে যেতে হবে সেটিংসে। তারপর আইক্লাউড ব্যাকআপে। সেখানে গিয়ে ব্যাকআপ করা হয়ে গেলেই অর্ধেক কাজ শেষ। এবার আইফোন ১৫-তে গিয়ে নিজের অ্যাপল অ্যাকাউন্টে সাইন ইন করলেই সব ডেটা পাওয়া যাবে কয়েক মিনিটে।

দ্বিতীয় পদ্ধতি
পুরোনো আইফোন থেকে নতুন আইফোন ১৫-এ সরাসরি ওয়াইফাইয়ের মাধ্যমেও এই কাজটি করা যেতে পারে। তবে কত বড় বড় ফাইল ট্রান্সফার হচ্ছে তার উপর নির্ভর করছে কতক্ষণ লাগবে।

তৃতীয় পদ্ধতি
নিজের ম্যাকেও ডেটা সংরক্ষণ করে রাখা যায়। আইফোনে ব্যাকআপ করার সময়ই আদার অপশনস থেকে এটি করা যেতে পারে। সে ক্ষেত্রে ম্যাকের সঙ্গে আইফোনটি প্লাগ-ইন করে রাখা প্রয়োজন।

চতুর্থ পদ্ধতি
অ্যান্ড্রয়েড থেকে আইফোন ১৫তে ডাটা ট্রান্সফার করতে হলে-

  • প্রথমেই নতুন আইফোন ১৫-এর কাছে পুরোনো অ্যান্ড্রয়েড ফোনটিকে নিয়ে আসতে হবে।
  • এবার কুইক স্টার্ট স্ক্রিন ‘অন’ করতে হবে। তারপর সেট আপ ম্যানুয়ালিতে ট্যাপ করুন।
  • অ্যাপস অ্যান্ড ডাটা স্ক্রিনে গিয়ে ‘মুভ ডাটা ফ্রম অ্যান্ড্রয়েড’ বেছে নিতে হবে।
  • এদিকে অ্যান্ড্রয়েড ডিভাইসটিতে ডাউনলোড করে রাখতে হবে মুভ টু আইওএস অ্যাপ।
  • সেই অ্যাপটিতে সেটিং আপ হয়ে গেলে একটি ৬ সংখ্যার কোড আসবে যেটি আইফোনে দিতে হবে।
  • কিছুক্ষণের মধ্যেই সব ডাটা আইফোনে চলে যাবে।

সূত্র: দ্য ভার্জ।