যেভাবে বুঝবেন আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে

ভোক্তাকণ্ঠ ডেস্ক: হ্যাকাররা ফোন হ্যাক করে ছড়িয়ে দিচ্ছে ম্যালওয়্যার ও ভাইরাস। এরপর ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করছে। সেসব তথ্য দিয়ে ব্ল্যাকমেইল করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

তবে আপনার ফোনটি হ্যাক হয়েছে কি না তা নিয়মিত পরীক্ষা করুন। এতে বড় বিপদ থেকে রক্ষা পাবেন।

চলুন জেনে নেওয়া যাক কিভাবে বুঝবেন আপনার ফোন হ্যাক হয়েছে কি না?

  • স্মার্টফোনে একটি আপডেটেড অ্যান্টিভাইরাস বা অ্যান্টিম্যালওয়্যার স্ক্যানার ডাউনলোড করুন। আর যদি ডাউনলোড করা থাকে, তবে সময়ে সময়ে তা আপডেট করুন। ম্যালওয়্যার বা অন্যান্য বিপজ্জনক সফটওয়্যারকে ফোন থেকে বের করে দেয় এই ধরনের অ্যান্টিভাইরাস।
  • নজর রাখুন আপনার স্মার্টফোনের দিকে। কোনো অস্বাভাবিক কার্যকলাপ হলে সাবধান হোন। যেমন- অ্যাপগুলো নিজে থেকেই চলছে, অতিরিক্ত ব্যাটারি খরচ হচ্ছে, প্রচুর পরিমাণে নেটওয়ার্ক ডেটা ব্যবহার হয়ে যাচ্ছে, অডিও রেকর্ডিং, অজানা মেসেজ ইত্যাদি আসে। এ ধরনের কোনো কার্যকলাপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে ফোন হ্যাক হওয়া।
  • অ্যাপ বা ভার্সন চেক করুন। যদি দেখেন ফোনে হঠাৎই কোনো অ্য়াপ ডাউনলোড হয়ে আছে, তাহলে হতে পারে আপনার ফোনটি হ্যাক হয়েছে। আপনি ডাউনলোড করেননি এমন অ্যাপ যদি ফোনে থাকে, তবে দেখার সঙ্গে সঙ্গে সেটিকে ফোন থেকে মুছে ফেলুন।
  • পুরোনো ও অপ্রয়োজনীয় অ্যাপ ব্যবহার করবেন না। ফোন থেকে সেগুলো সরিয়ে ফেলুন। যদি সেগুলো ব্যবহার করে থাকেন তাহলে নিয়মিত আপডেট করুন।
  • অনেক সময় ফোন অতিরিক্ত গরম হয়ে যায়। এটিকে আমরা তেমন কিছু না ভেবেই এড়িয়ে যাই। তবে এটি একেবারেই করবেন না। ফোন হঠাৎ কোনো কারণ ছাড়াই গরম হয়ে যাওয়া হ্যাক হওয়ার লক্ষণ।