ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে পণ্য বিক্রি, ২৩ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় অধিক দামে কাপড় ও ফল বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্ত-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সোমবার দুপুরে জেলা শহরের হালদারপাড়া ও মসজিদ রোডে অভিযান পরিচালনা করে এই প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মেহেদী হাসান জানান, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে প্রতিনিয়তই বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। 

অভিযানে দেখা যায়, হালদারপাড়ার ফড়িং ও ফ্রেঞ্জি একদামের দোকান হলেও, সবার জন্য এক দাম ছিলো না। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ফড়িংকে ১০ হাজার ও ফ্রেঞ্জিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, মসজিদ রোডে বেশি দামে ফল বিক্রি করায় দায়ে ২ দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি তাদের সর্তকও করা হয়। ভোক্তা অধিকার অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় সদর মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।