চাঁদপুরে ৮৭ মণ বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ

ভোক্তাকণ্ঠ ডেস্ক: চাঁদপুর শহরের কয়লাঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ হাজার ৫০০ কেজি (৮৭.৫ মণ) বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে কোস্ট গার্ড।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার সাব-লেফটেন্যান্ট মো. ফজলুল হকের নেতৃত্বে শহরের কয়লাঘাট পর্যন্ত সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে আনুমানিক ৩ হাজার ৫০০ কেজি অবৈধ জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এ সময় জেলিযুক্ত চিংড়ির প্রকৃত মালিককে খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পরে উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে জব্দকৃত জেলিযুক্ত চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।