মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ীকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরের দিকে ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, বাজার তদারকির অংশ হিসেবে চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং বিভিন্ন কসমেটিকস আইটেমের খুচরা মূল্য না থাকায় লিটন ডিপার্টমেন্টাল স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তার অধিকার রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে সহযোগিতা করেন জেলা মার্কেটিং অফিসার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং জেলা পুলিশের একটি চৌকস টিম।