খুলনায় ভেজাল মধু জব্দ, কারিগরকে কারাদণ্ডসহ জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: খুলনায় ৬০০ লিটার ভেজাল মধু জব্দের ঘটনায় কারিগর আব্দুল্লাহ আল মামুনকে (২৭) ২৫ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে খুলনা মহানগর ডিবি পুলিশের একটি বিশেষ টিম খালিশপুর থানাধীন উত্তর কাশিপুর কবরখানা রোডস্থ হোল্ডিং নং-০৪/১১ খোকা মিয়ার চারতলা বাড়ির নিচতলার গ্যারেজের মধ্যে অভিযান পরিচালনা করে।

দণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ আল মামুন মহানগরীর খালিশপুরের কাশিপুর বাইতিপাড়ার বাসিন্দা।

অভিযানে বিপুল পরিমাণ ভেজাল মধুসহ আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়। মামুনের হেফাজত থেকে ২২টি জারিকেনে আনুমানিক ৫৮২ লিটার এবং ১৮টি প্লাস্টিকের এক লিটারের বোতলে রক্ষিত ১৮ লিটার ভেজাল মধু জব্দ করা হয়।

কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম বলেন, আব্দুল্লাহ আল মামুন জিজ্ঞাসাবাদে জানিয়েছেন দীর্ঘদিন ধরে লাইসেন্স ব্যতীত বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করে ভেজাল মধু মোড়কজাত ও বাজারজাত করে আসছেন। মামুন স্থানীয় জোড়াবাড়ী মসজিদের মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন এবং পাশাপাশি ভেজাল মধু মোড়কজাত ও বাজারজাত করে আসছেন। এর পরিপ্রেক্ষিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা এবং বিএসটিআই, খুলনার প্রতিনিধির সমন্বয়ে মামুনকে অননুমোদিত বিএসটিআই মানচিহ্ন ব্যবহারের জন্য বিএসটিআই আইন-২০১৮, ধারা-১৫(১) এর ২৭ মূলে ২৫ হাজার টাকা জরিমানা এবং ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

জব্দকৃত ৬০০ লিটার ভেজাল মধুর গুণগত মান পরীক্ষার জন্য বিএসটিআই’র ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।