বেড়েছে পানি, বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

ভোক্তাকণ্ঠ ডেস্ক: গত দু’দিন ধরে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাচ্ছে। হ্রদে পানি বেড়ে যাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে।

বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের পাঁচটি ইউনিট সচল রয়েছে। এ পাঁচটি ইউনিট থেকে সর্বমোট ২০০-২০৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের বলেন, গত কয়েকদিনের বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বেড়ে যাচ্ছে। রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদে এ মুহূর্তে ১০১ ফুট মিনস সি লেভেল (এমএসএল ) লেভেল পানি থাকার কথা, কিন্তু পানি বেড়ে এমএসএল দাঁড়িয়েছে ১০৭ দশমিক ০৫ ফুট।

তিনি বলেন, কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল। হ্রদে পানি ১০৯ ফুট এমএসএল না হওয়া পর্যন্ত পানি ছাড়া হবে না।