কক্সবাজারে টিসিবির পণ্য অবৈধভাবে মজুদ করে বিক্রি, লাখ টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: কক্সবাজারে টিসিবির পণ্য অবৈধভাবে মজুদ করে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শনিবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টায় এ অভিযান চালানো হয়।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব-১৫ জানায়, কক্সবাজারে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ অসাধু ব্যবসায়ী চক্র নিম্ন আয়ের মানুষের জন্য সরকার প্রদত্ত স্বল্প মূল্যের সুবিধাজনক পণ্য ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে অবৈধভাবে সংগ্রহ ও মজুদ করে বেশি মূল্যে বিক্রয় করছে। জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব।

এর ধারাবাহিকতায় শনিবার রাতে কক্সবাজারের বিসিক শিল্প নগরী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কক্সবাজার বিসিক শিল্প নগরীতে মেসার্স তানভীর এন্টারপ্রাইজে টিসিবির সীলযুক্ত বিপুল পরিমাণ ভোজ্য তেল উদ্ধার করা হয়। পরে মজুদকারী আজিজুর রহমানকে এক লাখ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।