ট্রাক সিন্ডিকেটের কবলে চাল, বাজারে অস্থিরতা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: চাক্তাই-পাহাড়তলীর পাইকারি বাজারে সপ্তাহের ব্যবধানে ৫০ কেজিতে দাম বেড়েছে ২০০-৫৫০ টাকা ট্রাক ভাড়া বেড়ে যাওয়া ও মৌসুমের শেষে জোগানের সংকটকে দুষছেন ব্যবসায়ীরা

পেঁয়াজ ও চিনির পর এবার চট্টগ্রামে পাইকারি চালের বাজারে শুরু হয়েছে অস্থিরতা। যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। চট্টগ্রামের অন্যতম চাক্তাই ও পাহাড়তলী পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে ৫০ কেজির বস্তায় জাতভেদে চালের দাম বেড়েছে ২শ থেকে সাড়ে ৫শ টাকা।

চালের আড়তদাররা বলছেন, একদিনে উত্তরাঞ্চলের মোকাম থেকে চট্টগ্রামে চাল পরিবহনে হঠাৎ করে অন্যায্য হারে ট্রাকভাড়া বাড়িয়ে দেওয়া এবং বোরো মৌসুমের ধান কাটা শুরুর মাঝামাঝিতে জোগান কমে যাওয়ায় বাজারে চালের দাম বেড়েছে।

সরকার চালের দাম স্বাভাবিক রাখতে ৮৩ হাজার টন চাল আমদানির অনুমতি দিলেও ডলার সংকটসহ সামনে নতুন মৌসুম শুরু হওয়ার কারণে এসব চালের বড় অংশই আমদানি হবে না বলে মনে করছেন আড়তদাররা।

চট্টগ্রামের চাক্তাই পাইকারি বাজারের বড় ব্যবসায়ী ও চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম বলেন, ‘বছরের এ সময়ে কোনো কোনো সময় চালের দাম বাড়ে, কোনো সময় কমে। কারণ নতুন মৌসুম শুরুর কাছাকাছি সময়ে বাজারে চালের জোগান কমে যায়, নয়তো বেড়ে যায়। গত কয়েক বছর জোগান স্বাভাবিক থাকার কারণে দাম বাড়েনি। এবার সরবরাহে কিছুটা ঘাটতি পড়েছে। যে কারণে স্বাভাবিক নিয়মেই চালের দাম বেড়েছে।’

দেশের উত্তরাঞ্চল থেকে বেশিরভাগ চাল আসে চট্টগ্রামের বাজারে। গত সপ্তাহে ট্রাকগুলো সিন্ডিকেট করে চট্টগ্রামে চাল পরিবহন ভাড়া ৫-৬ হাজার টাকা বাড়িয়ে দেয়। নওগাঁ, বগুড়া, মহাদেবপুর থেকে পরিবহন ভাড়া লাগে ২৪ হাজার টাকা। গত সপ্তাহে এসব ট্রাকের ভাড়া হয়ে যায় ৩০ হাজার টাকা।- চাক্তাইয়ের মেসার্স সেকান্দার হোসেনের পরিচালক জাহেদুল ইসলাম শাওন

তিনি বলেন, ‘নতুন আলু হিমাগারে রাখার কার্যক্রম শুরু হওয়ার কারণে চাল পরিবহনের ট্রাকে সরবরাহ কিছুটা কমে যাওয়ায় ট্রাক ভাড়া বেড়েছিল। সপ্তাহের শেষে এটি কমে গেছে। তবে আগামী ২০-২৫ দিনের মধ্যে নতুন ধান কাটা শুরু হবে। বাজারে নতুন চাল আসা মাত্রই দাম কমে যাবে।’

চট্টগ্রামে চালের পাইকারি বড় আড়তগুলো সব চাক্তাই ও পাহাড়তলী বাজারে। এখান থেকে চট্টগ্রামসহ আশপাশের জেলা-উপজেলাগুলোতে চাল সরবরাহ হয়। মুদি দোকানি ও উপজেলা পর্যায়ের পাইকারি ব্যবসায়ীরা চাক্তাই এবং পাহাড়তলী থেকে চাল সংগ্রহ করে ভোক্তাপর্যায়ে বিক্রি করেন। পাইকারি বাজারে চালের দাম বাড়ার কারণে খুচরা বাজারেও একইভাবে দাম বেড়েছে।