চট্টগ্রামে জামানসহ দুই রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকন্ঠ ডেস্ক:  করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত বিধিনিষেধ না মানা, টিকা সনদ না দেখে গ্রাহকদের খাবার পরিবেশন ও অপরিষ্কার পরিবেশে খাবার বিক্রি করায় চট্টগ্রামের দুইটি রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানের নেতৃত্ব দেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুরাদপুরের আয়োজন রেস্টুরেন্টকে ৩০ হাজার ও হোটেল জামানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ২টি মামলায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই সময় গ্রাহকদের টিকা সনদ ও মাস্ক পরার বিষয় নিশ্চিত করার জন্য রেস্টুরেন্ট মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে সিটি করপোরেশনের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।