শব্দদূষণের অপরাধে ৩ বাসচালককে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: ফেনীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে তিন বাসচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে এ জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মহিপাল হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট মুক্তা গোস্বামী ও পুস্প পুদম চাকমা এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেনের নেতৃত্বে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় যাত্রীবাহী বাসে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারে শব্দদূষণ করায় জেদ্দা এক্সপ্রেসকে ৩ হাজার টাকা, দাউদকান্দি এক্সপ্রেসকে ৫০০ টাকা ও হাম্মান এক্সপ্রেসকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া অভিযানে ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ভেঙে ফেলা হয়। এ সময় জেলা পুলিশের একটি দল সহায়তা করে।

ফেনীর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।