রংপুরে ৫ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা

মোঃ আহসান উল হক তুহিন: রংপুরে নানা অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়।

বৃহস্পতিবার কামাল কাছনা বাজার ও জাহাজ কোম্পানি মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম ও সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন।

অভিযানে পাকা রসিদ সংরক্ষণ না করায় সোলার বাজারকে ১০ হাজার টাকা, মোড়কজাত বিধি (৩৭ ধারা) লঙ্ঘন করার দায়ে বিপুল ট্রেডার্সকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, পাকা রসিদ সংরক্ষণ না করা ও নকল বৈদ্যুতিক তার বিক্রির দায়ে রাশেদ ইলেকট্রিককে ১০ হাজার এবং মেয়াদ ও মূল্যহীন খাদ্যপণ্য রাখায় স্বাদ কনফেকশনারীকে দুই হাজার ও লাব্বাইক ডিপার্টমেন্টাল স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে চলাকালীন মাইকিং, লিফলেট ও পাম্পলেট বিলির মাধ্যমে ব্যবসায়ী এবং ভোক্তাবৃন্দকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে অবহিত ও সচেতন করেন কর্মকর্তারা।

অভিযান পরিচালনায় সহায়তা করে মেট্রোপলিটন পুলিশ ও ক্যাব রংপুর।

জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে উপস্থিত সাংবাদিকদের জানান উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।