নোংরা পরিবেশে খবার তৈরি করায় জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও অতিরিক্ত অ্যালকোহলযুক্ত পানীয় বিক্রির দায়ে দুটি খাবারের হোটেলের মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার দুপুরে জেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সিরাজুল সালেহীন।

তিনি বলেন, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও অতিরিক্ত অ্যালকোহলযুক্ত পানীয় বিক্রির দায়ে শ্রমিক হোটেলের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দুগ্ধজাতীয় খাবারে মেয়াদ উল্লেখ না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে শাহীন হোটেলের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।