মিষ্টির বক্সের ওজন ২০০-২৮০ গ্রাম, ভোক্তা অধিদপ্তরের অভিযান

মোঃ দেওয়ান মিয়া: হবিগঞ্জে বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার অভিযানকালে দেখা যায়, মিষ্টির দোকানের বক্সের ওজন ১৭৫ গ্রাম থেকে ৩০০ গ্রাম। অর্থাৎ এক কেজি মিষ্টি ক্রয় করলে ক্রেতা পাবেন ৭০০ থেকে ৮০০ গ্রাম। গুটি কয়েক দোকানে বক্সের ওজন পাওয়া যায় ৮০ থেকে ১০০ গ্রাম যা সীমার মধ্যে বলে ক্রেতা সাধারণ মনে করেন। অভিযানে অতিরিক্ত ওজনের দোকানগুলোকে বিভিন্ন পরিমাণে জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ক্রেতা সাধারণ এ ধরনের অভিযান দেশব্যাপী পরিচালনার দাবি জানান।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

সে সময় ক্যাবের জেলা সভাপতি উপস্থিত ছিলেন।

অভিযানে সহযোগিতা করেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)- ৯।