ডিমের মূল্য বেশি নেওয়ায় ২০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে মূল্য তালিকা না থাকা এবং দাম বেশি রাখায় চার প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার কমলপুর এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ অফিস সূত্রে জানা গেছে, ভৈরব উপজেলার কমলপুর এলাকার তোফাজ্জল রেস্টুরেন্টে মূল্য তালিকা না পাওয়ায় ২ হাজার টাকা, সততা ডিপার্টমেন্টাল স্টোরে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়ায় ৩ হাজার টাকা, মেসার্স তালুকদার পোলট্রি মেডিসিনে ডিমের দাম বেশি রাখার জন্য ২ হাজার টাকা, আনোয়ার পোলট্রি ফিড অ্যান্ড ডিমের আড়তে অনুমোদনহীন-ঠিকানাবিহীন পোলট্রি মেডিসিন বিক্রয় এবং ডিমের মূল্য বেশি নেওয়ায় ২০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এ অভিযানে এসআই আকরাম হোসেনে নেতৃত্বে জেলা পুলিশের একটি তাদেরকে সহায়তা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জনস্বার্থে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।